আল-হাদীস আল-হাদীস

হাদিসের আলোকে ইমাম হোসায়েন (আঃ)-এর যিয়ারত

নূর বার্তা সংস্থা : কারাবালায় ইমাম হোসায়েন আলাইহিস সালামের চল্লিশার যিয়ারতের সোয়াব সম্পর্কে ইমাম সাদিক (আঃ) বলেন:

যে ব্যক্তি পায়ে হেঁটে ইমাম হোসায়েন আলাইহিস সালামের যিয়ারতের উদ্দেশ্যে যাবে আল্লাহ তায়ালা তাকে প্রতি কদমের পরিবর্তে একটি নেকি প্রদান করবেন এবং একটি গুনাহ লুপ্ত করবেন এবং একটি সুউচ্চ মর্যাদার স্থান দান করবেন। যখন যিয়ারতে যায় তখন আল্লাহ তায়ালা তার উপর দু্টি ফেরেস্তা নিযুক্ত করেন যা কিছু উত্তম জিনিস তার কন্ঠে থেকে প্রকাশ পায় তা লেখেন এবং যা কিছু বদ ও মন্দ জিনিস প্রকাশ পায় তাকে পরিহার করেন, আর যখন ফিরে আসে তখন ফেরেশতারা তাকে এই বলে বিদায় জানায় যে, হে আল্লাহর বন্ধু (ওয়ালী)! তোমার গুনাহ মোচন হয়ে গিয়েছে, তুমি এখন আল্লাহর, নবীর ও তাঁর পবিত্র আহলেবাইতের দলের মধ্যে গণ্য হয়ে গিয়েছ, আল্লাহর শপথ! তুমি কখনো জাহান্নামের আগুনকে চোখেও দেখবে না জাহান্নামের আগুনও তোমাকে কখনোও দেখবে না আর তোমাকে পাওয়ার কোনো দিন ইচ্ছাও প্রকাশ করবে না। (সূত্র : কামিলুয যিয়ারত, লেখক: মুহাদ্দিস মুহম্মদ ইবনে কুলুভীয়াহ, পৃষ্ঠা ১৩৪)

লেখক : মুহম্মদ রিজওয়ান সালাম খান

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.