আল-হাদীস আল-হাদীস টুকরো খবর যিয়ারত

চতুর্থ হাদিস : আহলেবাইত (আঃ)-এর প্রতিবেশী

neighbors-of-ahl-al-bayt

চতুর্থ হাদিস : হাদিসের আলোকে ইমাম হোসায়েন (আঃ)-এর যিয়রত

আহলেবাইত (আঃ)-এর প্রতিবেশী

আস সালামু আলাল হোসায়েন – ওয়া আলা আলী ইবনিল হোসায়েন
ওয়া আলা আওলাদিল হোসায়েন – ওয়া আলা আসহাবিল হোসায়েন।

নূর বার্তা সংস্থা : হযরত ইমাম হোসায়েন (আঃ)-এর যিয়ারতে গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আমাদের ষষ্ঠ ইমাম হযরত যাফর সাদিক (আঃ) বলেন : যদি আহলেবাইতের প্রতিবেশী হতে চান তাহলে সর্বদা শহিদ সম্রাট হযরত ইমাম হোসায়েন (আঃ)-এর যিয়াতর করতে থাকবে সর্বদা তাঁর যিয়ারত পড়তে থাকবে যিয়ারত থেকে কখন বিরত থাকবে না বা পরিত্যাগ করবে না। নিম্নে সেই হাদিস তুলে ধরা হল :

عَنْ أَبِی عَبْدِ اللَّهِ -عَلَیهِ السَّلاَمُ- قَالَ : مَنْ أَرَادَ أَنْ یَکُونَ فِی جِوَارِ نَبِیِّهِ وَ جِوَارِ عَلِیٍّ وَ فَاطِمَةَ فَلَا یَدَعْ زِیَارَةَ الْحُسَیْنِ -عَلَیهِ السَّلاَمُ.

ইমাম জা’ফর সাদিক (আঃ) বলেছেন :

যে ব্যক্তি নবী পাক (সঃ), হযরত আলী (আঃ) এবং হযরত ফাতেমা (আঃ)-দের প্রতিবেশী হতে চায় তারা যেন হযরত ইমাম হোসায়েন (আঃ)-এর যিয়ারত পরিত্যাগ না করে।

সূত্র : ওয়াসায়েলুশ শীয়া : খন্ড ১৪, পৃষ্ঠা ৪২৫।

 

আসুন সকলে উত্তম শিষ্টাচারের সাথে ইমাম হোসায়েন (আঃ)-এর শোকানুষ্ঠান পালন করি এবং হযরত ফাতেমা যাহরা (আঃ)-কে তাঁর দুলালের শাহাদত উপলক্ষে শোক ও সমবেদনা জানাই।

🏴🏴🏴🏴🏴
ধন্যবাদান্তে :

Noorul Islam Academy

www.noor-academy.com

info@noor-academy.com

https://www.facebook.com/n.i.academy

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.