দোওয়া ও আমল সমূহ

যিয়ারতে আর্বাঈন বা চল্লিশার যিয়ারাত

ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম এরশাদ করেছেন :
روى الشيخ في التهذيب والمصباح عن الإمام الحسن العسكري (عليه السلام) قال: علامات المؤمن خمس: صلاة إحدى وخمسين، أي الفرائض اليوميّة وهي سبع عشرة ركعة والنوافل اليوميّة وهي أربع وثلاثون ركعة، وزيارة الأربعين والتختم باليمين وتعفير الجبين بالسجود والجهر ببسم الله الرحمن الرحيم. (کماجاء فی مستدرك الوسائل للنوري، ص215، باب 94، عن زرارة عن أبي عبد الله الصادق (عليه السلام)
শেখ তুসী নিজ হাদীস গ্রন্থ তাহযীবে এবং মিসবাহ পুস্তকে ইমাম হাসান আসকারী হতে বর্ণনা করেছেন : আপনি এরশাদ করেছেন : মুমিনের পাঁচটি চিহ্ন, যথা : – ১) রাতদিনে মিলিয়ে ৫১ রাকাত নামায আদায় করা, ২) চল্লিশার যিয়ারত পাঠ করা, ৩) ডানহাতে আংটি পরা, ৪) সেজদায় নিজের কপালকে মাটিতে রাখা, ৫) নামাযে বিসমিল্লাহির রহমানির রহীম উচ্চস্বরে পড়া। (সূত্র : মুস্তাদরাকুল ওসায়েল : নূরী, বাব নং ৯৪, পৃষ্ঠ ২১৫)
ইমাম হাসান আসকারী(আ.) ইমাম হোসায়েন(আ.)’র যিয়ারতকে মুমিনের চিহ্নসমূহের মধ্যে একটি গণ্য করেছেন কিন্তু আমরা সেই যিয়ারত থেকে গাফেল। তাই আসেন আমরা এই পাঁচটি আমল করে মুমিনের অন্তর্গত হয়ে যাই, আমাদের মধ্যে কয়েকটা চিহ্ন হয়তো পাওয় যায় আবার হয়তো কয়েকটা পাওয় যায়না, তাই চল্লিশার যিয়ারতকে পাঠ করি আর একটা চিহ্ন আমাদের মধ্যে যোগ করি। এখানে চল্লিশার যিয়ারতকে আমাদের বাংলা ভাষাভাষি ভাই বোনেদের জন্য উচ্চারণ স্বরুপ বর্ণনা করেছি যাতে সকলে পড়ে এই মহান যিয়ারতের সওয়াবের অশিংদার হতে পারেন।
যিয়ারত নিম্নে দেওয়া হল :
আস-সালামু আ’লা ওয়ালিয়্যিউল্লাহি ওয়া হাবিবীহি, আস-সালামু আ’লা খলীলিল্লাহি ওয়া নাজীবিহি, আস-সালামু আ’লা হুসায়নিল মাযলুমিশ শহীদি, আস- সালামু আ’লা আসীরিল কুরুবাতি, ওয়া ক্বতীলিল আবারতি, আল্লাহুম্মা ইন্নী আশহাদু আন্নাহু ওয়ালিয়্যুকা ওয়াবনা ওয়ালিয়্যুকা। ওয়া সাফিয়্যুকা ওয়াবনা সাফি য়্যুকা, আল ফায়েযু বি কারামাতিকা, আকরামতাহু বিশ শাহাদাতা ওয়া হাবাওতাহু বিস-সাযাদাতি, ওয়াজ-তাবায়তাহুব বিতীবিল বিলাদাতি। ওয়াজায়ালতাহু সাইয়েদান মিনাস সাদাতি ওয়া ক্বয়িদান মিনা ক্বদাতি। ওয়া যায়িদান মিনায যাদাতি। ওয়া আ’ত্বায়তাহু মুওয়ারিসাল আম্বীয়ায়ি। ওয়া জায়ালতাহু হুজ্জাতান আ’লা খলক্বিকা মিনাল আওসিয়ায়ি। ফাআযারা ফিদ্দুয়ায়ি, ওয়া মানাহান নুসহা, ওয়া বাযালা মুহজাতাহু ফিকা, লি-য়্যাসতান ক্বিযা ইবাদাকা মিনাল জাহালাতি ওয়া হায়রাতিয যালালাতি, ওয়া ক্বদ আওয়াযারা আলাইহি মান গার্রাতহুদ দুনিয়া, ওয়া বাআ’ হাযযুহু বিল আরযালিল আদনা, ওয়া শারা’ আখিরাতাহু বিস সামানিল আওকাসি, ওয়া তাগাতরাসা ওয়াতারাদ্দা ফি হাওয়াহু। ওয়া আসখাত্বা নবীইয়্যুকা, ওয়া আত্বাআ’ মিন ইবাদিকা আহলাশ শিক্বাক্বি ওয়ান্নিফাক্বি, ওয়া হামালাতাল আওযারিল মুসতাও জিবীনান্নারা, ফাজাহাদহুম ফিকা সাতিরান মহতাসিবান। হাত্তা সুফিকা ফি তায়াতিকা দামুহু। ওয়াসতুবীহা হারীমুহু, আল্লাহুম্মা ফাল আ’নহুম লা’নান ওয়াবীলা। ওয়া আযিবহুম আযাবান আলীমান, আস-সালামু আলাইকা ইয়াব না রসূলিল্লাহ, আস-সালামু ইয়াবনা সাইয়্যীদিল আওসিয়ায়ি, আশহাদু আন্নাকা আমিনুল্লাহি ওয়াবনু আমীনিহি, ই’শতা সায়ী’দান, ওয়া মাযায়তা হামীদান ওয়া মুত্তাক্বিদান মাযলুমান শহীদান, ওয়া আশহাদু আন্নাল্লাহা মুনজিযুন মাওয়াদাকা। ওয়া মুহলিকুন মান খযালাকা ওয়া মুআ’যযেবুণ মান ক্বতালাকা, ওয়া আশহাদু আন্নাকা ওয়া কায়তা বিআহদিল্লাহি, ওয়া জাহাদতা ফিসাবীলিহি হাত্তা আতাকাল য্যাক্বিনু। ফালাআ’নাল্লাহু উম্মতান সামেআত বিযালিকা ফারাযীয়াত বিহি, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা ইন্নী আন্নী ওয়ালীয়্যুন লিমান ওয়ালাহু, ও আদুউউন লিমান আ’দাহু, বিআবী আনতা ওয়াউম্মী ইয়্যবনা রসূলিল্লাহি, আশহাদু আন্নাকা কুনতা নূরান ফিল আসলাবিশ শামিখাতি ওয়াল আরহামিন মুতাহহারাতি, লাম তুনাজজীসকাল জাহিলী য়্যাতু বিআনজাসিহা, ওয়ালাম তুল বিসকা মুদলাহিম্মাতু মিন সিয়াবিহা, ওয়া আশহাদু আনআকা মিন দাআয়িমিদ্দীন সিয়াবিহা, ওয়া আশহাদু আন্নাকা মিন দাআয়িমিদ্দীনি ওয়া আরকানিল মুসলিমীনা, ওয়া মা’ক্বিলিল মু’মিনীনা। ওয়া আশহাদু আন্নাকাল ইমামুল বারবুত তক্বীইয়্যু। আর রযীয়্যু আয যক্বীয়্যুল হাদীউল মাহদীইয়্যু। ওয়া আশহাদু আন্নাল আয়িম্মাতা মিন উলদিকা কালিমাতুলত তাক্বওয়া, ওয়া আ’লামুল হুদা। ওয়াল উ’রওয়াতুল উসকা, ওয়াল হজ্জাতু আলা আহলিদ দুনিয়া, ওআশহাদু আন্নী বিকুম মুওমিনুন। ওয়া বিয়াবিকুম মুক্বিনুন, বিশারাইয়ী দ্বীনী ওয়া খাওয়াতীমি আমালী ওয়া ক্বালবী লি ক্বাবলিকুম সিলমুন, ওয়া আমরী লি আমরী লি আমরী কুম মত্তাবিউন, ওয়া নুসরাতী লাকুম মুআদ্দাতুন, হাত্তা ইয়াযানাল লাহু লাকুম, ফামায়াকুম মাআ’কুম লা মাআ’ আদুওয়িকুম, সালাওয়অতুল্লহি আলাইকুম, ওয়া আলা আরওয়াহিকুম ওয়া আজসাদিকুম, আয়া শাশিদিকুম ওয়া গারিবিকুম, ওয়া যাহিরিকুম ওয়া বাতিনিকুম, আমীনা বাব্বাল আলামীনা।

প্রথম পৃষ্টা

লেখক : মুহম্মদ রিজওয়ান সালাম খান

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.