আল-কুরআন

সুরা রহমান

দয়াবান
(কুরআন শরীফের সুরা রহমান অবলম্বনে)

* মুহম্মদ নূরুল ইসলাম খান *

আশ্রয় লই আল্লাহর হতে বিতাড়িত শয়তান‍‍!
আল্লাহর নামে শুরু করি যিনি দানশিল দয়াবান।
দয়াবান-
শিখালেন কুরআন,
সৃজিলেন ইনসান,
তারে
করিলেন বাকদান।

দয়াবান
(কুরআন শরীফের সুরা রহমান অবলম্বনে)

* মুহম্মদ নূরুল ইসলাম খান *

আশ্রয় লই আল্লাহর হতে বিতাড়িত শয়তান‍‍!
আল্লাহর নামে শুরু করি যিনি দানশিল দয়াবান।
দয়াবান-
শিখালেন কুরআন,
সৃজিলেন ইনসান,
তারে
করিলেন বাকদান।
হিসাবের সাথে চন্দ্র-সূর্য্য করিছে অবস্থান,
তারকা ও তরু (প্রভুর সমীপে) করিছে প্রণতি দান।
আকাশ করেছে উন্নত তিনি, স্থাপন করেছে মান-
বাড়াবাড়ি যেন না কর ‘মিযানে’ (সতর্ক সাবধান!)
বিচারের সাথে রাখিও ওজন, কম করিও না মান।
জীবের জন্য বিস্তার তিনি করেছেন ধরাধাম
রাজে তাহে ফল-খর্জুর-তরু গুচ্ছিত কাঁদিবান,
খোসা-আবরিত শস্য; সুগন্ধি রায়হান।
(তোমরা উভয়ে)
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
শুল্ককৃত সড়া কর্দমে পড়েছেন ইনসান,
ধুম্রবিহীন অনলের অনলের শিখা হ’তে গড়েছেন ‘জান’
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
উদয় দ্বয়ের, অস্ত দ্বয়ের প্রভু তিনি কৃপাবান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
সাগর দু’ধারা করেছেন বহমান,
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
মিলিত তবুও-
মাঝে, লজ্ঘে না ব্যবধান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
সাগর উভয় হ’তে বাহিরায় মুক্তা ও ‘মারজান’
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
পর্বত সম উন্নত তাঁর- সমুদ্র জলযান,
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
জগতের মাঝে যাহা কিছু রাজে সকলি ধ্বংসমা?
তবু প্রভুর আনন্দ বাকি রবে-
যাঁর গৌরব ও সম্মান!
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
ভুলোকে দ্যুলোকে যাহা কিছু আছে
তাঁহারি সকাশে সকলে যাচিছে,
তাঁর প্রতিদিন মহিমা নবীন- নব নব তাঁর ‘শান’,
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
তোমাদের তরে – জিন আর ওরে মানুষের সন্তান!
লব অবসর আমি সত্ত্বর (কর তাহা অবধান!)
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
ওহে জ্বিনদল, মানব সকল
লঙ্ঘিয়া যাও ভব-নভ-তল
থাকে যদি বল –হবে না সফল ব্যতিরেকে ‘সুলতান’
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
তোমাদের প্রতি প্রেরিত হইবে আগুনের শিখা, ধুম,
-নারিবে প্রতিধান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
যবে চামড়ার মত লাল হবে আর বিদীর্ণ আসমান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
প্রশ্ন হবে না পাপের জন্যে
সেদিন মানবে অথবা ‘জ্বিনে’; (বিধির নব বিধান)
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
পরিচিত পাপী আপন চিহ্নে;
পাকড়াও হবে পাপীর পা দুটি,
ধরা হ’বে তার শীর্ষের ঝুঁটি, (শাস্তি ও অপমান!)
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
এই সে নরক যারে পাপীলোক করিত মিথ্যা জ্ঞান,
ফুটন্ত পানি আর তার মাঝে ঘুরিবে পেরেশান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
প্রভুর সমীপে দাঁড়াইতে ডরে
দু্ই উদ্যান সে জনের তরে রয়েছে বিদ্যমান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
বহুতর শাখা-প্রশাখা তাহার (সুন্দর শোভামান!)
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
উভয়োদ্যানে ঝরণ-যুগল বহমান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
উভয়েতে ফল যুগল যুগল (মনোরম স্বাদবান)
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
বসিবে দানি’ হেলান,-
রেশম-আস্তরণে-মণ্ডিত রম্য শয্যাধান;
সমীপে আনত স্বর্গদ্বয়ের সুধাময় ফলদাম।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
ইহাদের মাঝে আনত-নয়না রয়েছে বিরাজমান,
স্পর্শেনি এ পূর্বে তাদের জ্বিন কিবা ইনসান;
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
তারা যেন ইয়াকুত ‘মারজান’!
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
মঙ্গল তরে মঙ্গল ছাড়া আছে কিবা প্রতিদান?
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
এ উভয় ছাড়া রয়েছে তাদের আরো দুই উদ্যান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
দুই উদ্যান- গাঢ়তম শ্যাম।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
উভয়ের মাঝে উচ্ছ্বল-ছল উৎসযুগল’ বহমান;
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
উভয়ের মাঝে ফল-খর্জুর দাড়িম্ব রসবান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
ইহাদের মাঝে আছে সুন্দরী সুচরিতা পাকজান;
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
‘খিমা’তে শুদ্ধা রম্য-নয়না রয়েছে বিরাজমান
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
স্পর্শেনিতে এর পূর্বে তাদের জ্বিন কিবা ইনসান।
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
বসিবে দান’ হেলান
অপরুপাসন সবুজ শোভন বিছানা সে অভিরাম
মিথ্যা জানিবে তোমাদের প্রতিপালকের কোন দান?
গৌরব ও সম্মান
মহিমাম্বিত প্রভুর তোমার! নামে তাঁর কল্যান!
_______________________

নোট: ইনসান – মানুষ। জান- জ্বিন সকল। মীযান- তুলাদণ্ড। মারজান- প্রবাল। শান- মহিমা। সুলতান- ক্ষমতা বা সনদ। খিমা- তাঁবু। রায়হান- সুগন্ধ তৃণ-বিশেষ, দানা।

লেখক সম্পর্কে

administrator

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.