দোওয়া ও আমল সমূহ আল-হাদীস

২৪তম রমযানের দোয়া (উচ্চারণ ও অনুবাদ)

২৪তম রমযানের দোয়া

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, আল্লাহর রসূল (সঃ) রমযান মাসে এই দোয়াগুলো পড়তেন। ‘আল-বালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক দুটি গ্রন্থে এই দোয়াগুলো উল্লেখ হয়েছে।

২৪তম রমযানের দোয়া

اليوم الرّابع والعشرون : اَللّـهُمَّ اِنّي اَسْأَلُكَ فيهِ ما يُرْضيكَ، وَاَعُوذُبِكَ مِمّا يُؤْذيكَ، وَاَسْأَلُكَ التَّوْفيقَ فيهِ لِاَنْ اُطيعَكَ وَلا اَعْصيْكَ، يا جَوادَ السّائِلينَ .

২৪তম রমযানের দোয়ার উচ্চারণ

আল্লাহুম্ম ইন্নী আসআলুকা ফীহি মা য়্যুরযীক, ওয়া আউযুবিকা মিম্মা য়্যুযীক, ওয়া আসআলুকাত-তাওফীকা ফীহি লিআন উতিয়াকা ওয়ালা আ’সীক, ইয়া জাওয়াদাস সায়িলীন।

২৪তম রমযানের দোয়ার অনুবাদ

হে আল্লাহ ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তৌফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল।

২৪তম রমযানের দোয়া

২৪তম রমযানের দোয়া

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.