ইতিহাস ইতিহাস টুকরো খবর

বাংলা ইসলামী ক্যালেন্ডার ১৪২৭ বঙ্গাব্দ SHIA ISLAMI CALENDER IN THREE LANGUAGE 2020

নূর বার্তা সংস্থা :  প্রতি বছসের ন্যায় এবছরও বাংলা ইসলামী ক্যালেন্ডার  ১৪২৭শের ডিজিটালভাবে প্রকাশ পেয়েছে। তবে এবছর মহামারি করোনা কোভিড ১৯শের ও পুরো ভারতবর্ষ জুড়ে লকডাউন চলার কারণে মুদ্রণ করে প্রকাশ করতে না পারায় নূরুল ইসলাম একাডেমি ক্যালেন্ডার আপনাদের মসজিদ, ইমামবাড়াসহ বাড়ি বাড়ি পৌঁছাতে সক্ষম হয়নি। তবে আপনারা যাতে করে এই ক্যালেন্ডার থেকে যথাযথ লাভবান হতে পারেন তাই আমরা এটাকে ডিজিটাল আকারে প্রকাশ করেছি, আশা আছে আহলেবাইতের প্রেমীকগণ যথাযথ উপকৃত হবে।
মহান প্রতিপালকের কাছে একান্ত দোয়া যে, পবিত্র শাবান ও রমযান মাসের ওসিলায় পবিত্র শবে বরাত ও শবে কদরের মর্যাদায় এবং যার উপর পবিত্র কুরআন নাযিল হয়েছে তাঁর ও তাঁর পবিত্র আহলেবাইতের ওসিলায় মহামারি অসুখ থেকে বিশ্ব ভুমন্ডলিতে নাজাত দান করুন এবং আমাদেরকে তাঁর অবশিষ্ট প্রতিনিধি হযরত মাহদী (আলাইহিস সালাম)-এর সৈন্যতে যুক্ত হওয়ার তৌফিক দান করুন – আমীন।

নূরুল ইসলাম একাডেমী’র (বঙ্গাব্দ-১৪২৭) প্রস্তুত ক্যালেন্ডারের বৈশিষ্ট্য :

🔴 ১৪২৭ সালের বাংলা মাস৷
🔴 2020-21 সালের ইংজারী মাস৷
🔴 ১৪৪১-৪২ সালের আরবী মাস
🔴 সাথে দুটি বিখ্যাত হাদিস সূত্রসহ
🔴 ঐতিহাসিক সূত্রানুসারে ১৪ মাসুমীনগণের জন্ম-ওফাতের তারিখ উল্লেখ
🔴 এছাড়া বিখ্যাত কিছু ইসলামিক ঐতিহাসিক দিনের তারিখ৷

প্রথম পৃষ্ঠা

দ্বিতীয় পৃষ্ঠা

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.