টুকরো খবর

বাংলাদেশের যশোর শহরে ‘যশোর জিলা স্কুল’ সেমিনার হলে অনুষ্টিত হলো ‘বিশ্ব মাতৃদিবস’ !!

বাংলাদেশের যশোর শহরে ‘যশোর জিলা স্কুল’ সেমিনার হলে অনুষ্টিত হলো ‘বিশ্ব মাতৃদিবস’ !!

14-01-2023------------------নূর বার্তা সংস্থাঃ

যশোর অবস্থিত ‘ইনক্লাবে মাহদী মীশন’ এর আয়োজনে ২০-শে জামাদিউস সাণী নবীকন্যা মা ফাতিমা (আঃ)-এর শুভ জন্ম দিবস স্মরণে, …..

আমাদের নবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর প্রানের স্পন্দন খাতুনে জান্নাত হযরত ফাতিমা (আঃ)-এর শুভ জন্মদিবস উপলক্ষ্যে ‘বিশ্বমাতৃ দিবস’কে উদযাপন’কে মাথায় রেখে বাংলাদেশের যশোর শহরে ‘যশোর জিলা স্কুল’-এর সেমিনার হলে এদিন অনুষ্টিত হল আন্তর্জাতিক পর্যায়ের এক মহতি সেমিনার ৷

দূর দূরান্ত থেকে ও শহরের আশে পাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিলেন মা ফাতেমার প্রেমিকগণ ৷ বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল সর্বাধিক ৷ অধীর আগ্রহে নারীগণ তাদের সম্মানিত আধ্যাত্মিক নেত্রী জান্নাতের রমণীদের সর্দ্দারিনী মায়ের পরশ পেতে এই মহতি অনুষ্টানের নিজেদের একাত্ম করে দিয়েছিলেন ৷

আলোচক ও সম্মানিত আমন্ত্রিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ইসলামি শিক্ষার প্রানপুরুষ হুজ্জাতুল ইসলাম জনাব মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী সাহেব, ঢাকা শহর থেকে এসেছিলেন জনাব মওলানা হাবিব রেজা সাহেব, যশোর নিবাসী আল মুস্তাফা ইন্টারন্যাশানাল ইউনির্ভাসিটির কর্মরত জনাব মওলানা মীর আসরাফ উল আলম সাহেব, যশোর নিবাসী স্বর্ণ পদক প্রাপক জনাব মুস্তাফা খান সিরাজ সাহেব, হাজী দানবীর মুহসিন মুরালী ইমামবাড়ীর সম্মানিত পেশ ইমাম জনাব মওলানা ইকবাল সাহেব, যশোরে অবস্থিত ইনক্লাব মাহদী মিশনেহ বর্তমান সম্মানিত পরিচালক জনাব সিরাজুল ইসলাম সাহেব ও প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সেখ মুস্তাক আহমদ ৷
এদিন আলোচকগণ মা ফাতেমা(আঃ)-এর মৌলিক অব্যক্ত কোরআনিক মর্যাদা, এলাহী ফজিলতসহ তাঁর আধ্যাত্মিক পরিচয় তুলে ধরেন নিজ নিজ পরিভাষায় এবং প্রায় সকলকেই ‘বিশ্ব মাতৃ দিবস’ ও ‘ফাতেমা (আঃ) রিসার্চ সেন্টার’ প্রতিষ্টার জরালো দাবী রাখেন, অর্থাৎ মা ফাতেমা’র উপরে গবেষণা কেন্দ্র খোলার জোরালো দাবী তোলেন ৷
এদিন সকাল ১১-টার একটি যশোর কেন্দ্রিয় ঈদগা থেকে নারীপুরষ শিশু কিশোর কিশোরীসহ গুটি গুটি পায়ে হেটে ‘বিশ্বমাতৃ দিবস’ স্মরণে পথযাত্রা করেন জিলা স্কুল পর্যন্ত ৷
শহরে উপস্থিত বিভিন্ন টিভি মিডিয়া, সংবাদ প্রচার মাধ্যমসহ সোসাল নেটওয়ার্কের যুবকরাও উপস্থিত ছিলেন এই মহতি অনুষ্টানের সেরা মূহুর্তগুলিতে সুন্দরভাবে পরিবেশন করতে ৷
পরিশেষে সেখ মুস্তাক আহমদ, ২০-শে জামাদিউস সানী’তে জন্মগ্রহণকারী ইরানের ইসলামী বিল্পবের প্রাণপুরুষ আয়াতুল্লাহ সৈয়দ রুহুল্লাহ খোমেনী (রহঃ)-এর উপরে একটি স্বরচিত কবিতা পাঠ করেন ৷

পরিশেষে সকাল আমন্ত্রিত অতিথিদের হাতে স্মারক উপহারও তুলে দেন ‘ইনক্লাব মেহদী মিশনের পরিচালক জনাব সিরাজুল ইসলাম সাহেব ৷ সুধু তাই নয় বরং বেশকিছু নারীদের সম্মানিত করেন এই মিশন ৷

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.