টুকরো খবর ইতিহাস ইতিহাস

নূরুল ইসলাম একাডেমির কার্যক্রম – Noorul islam academy’s activities

নূর বার্তা সংস্থা : বাংলা ভাষাভাষী আহলেবাইতের অনুসারীদের জন্য একাডেমী বিগত ২০০৭ খ্রিষ্টাব্দ থেকে বেশ কিছু ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কিছু কিছু উদাহরণ এখানে আপনাদের অবগত করার জন্য উল্লেখ করা হলো:

১. ইসলামী ক্যালেন্ডার।

২. রমযান মাসের মসলা মাসায়েলে সাথে সাথে ইফতার ও সাহরীর সময় তালিকা।

৩. পুস্তক অনুবাদ, প্রনয়ণ, মুদ্রণ ও প্রকাশ করা।

৪. আহলেবাইতের অনুসারীদের এলাকায় পাঠাগার স্থাপন করা এবং সেখানে পুস্তক প্রেরণ করা।

৫. আহলেবাইতের অনুসারীদের এলাকায় পুস্তক পাঠের প্রতিযোগিতা করা।

৬. আহলেবাইতের অনুসারীদের জন্য (https://noor-academy.com) নূর-একাডেমী.কম নামে সাইট তৈরী তৈরী করা।

৭. আহলেবাইতের অনুসারীদের জন্য সত্য ইসলাম (true islam) নামক প্রথম এ্যপলিকেশন তৈরী করা।

৮. ‘নূরে হেদায়াত’ শীর্ষক নামক পত্রিকা মুদ্রণ ও প্রকাশ করা।

৯. পবিত্র রমযান মাসে আহলেবাইতের অনুসারীদের জন্য পবিত্র কুরআন, আহকাম, আকায়েদ, আখলাক ইত্যাদির ক্লাস স্থাপিত করা।

 

__________________________________________________

 

ব্যবস্থাপনায় ও প্রকাশনায় : নূরুল ইসলাম একাডেমী

সহযোগীতায় : একাডেমীর সদস্যগণ

প্রকাশকাল : ৩০শে শাবান ১৪৪০ হিজরী মোতাবেক ৬ই মে ২০১৯ খৃষ্টাব্দ।

যোগাযোগ : +৯৮৯১৯৩৫৪১২০৪

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.