টুকরো খবর

ইমাম হোসেন (আ.)’র চল্লিশা পালিত হচ্ছে; কারবালায় কোটি জনতা

নূর বার্তা সংস্থা: ইসলামি প্রজাতন্ত্র ইরান, ইরাক এবং ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (মঙ্গলবার) ইমাম হোসেন (আ.)’র শাহাদাতের চল্লিশা বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে ইরাকের কারবালায় ইমাম হোসেন (আ.)’র মাজার এলাকায় সমবেত হয়েছেন কোটি জনতা।

ইরান সীমান্ত দিয়ে ইরাকে প্রবেশ করেছেন প্রায় ২০ লাখ মুসলমান। এর মধ্যে ১৮ লাখ ইরানি এবং দেড় লাখ বিদেশি রয়েছেন।

ইরানের পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি বলেছেন, তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে জিয়ারতকারীরা ইরাকে গেছেন। জিয়ারত শেষে ইরানিরা যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরবাঈন উপলক্ষে আজ ইরানের সর্বত্র সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেশিরভাগ মানুষই কালো পোশাক পরে বাইরে বের হয়েছেন। সর্বত্রই শোকের ছাপ স্পষ্ট। প্রতি বছরই এ দিনে সরকারি ছুটি থাকে।

৬১ হিজরির ১০ মহররম ইসলামের শত্রুদের হাতে শহীদ হন ইমাম হোসেন (আ.) ও তার সঙ্গীরা।

(Please Visit Our Website: noor-academy.com)

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.