দোওয়া ও আমল সমূহ

ইমাম হোসায়েন (আঃ)-এর চল্লিশার আমল

নূর বার্তা সংস্থা: ইমাম হোসায়েন (আলাইহিস সালাম)-এর চল্লিশার বহু ফযিলত বর্ণিত হয়েছে এবং এই দিনে কিছু আমলে কথা উল্লেখ হয়েছে এখানে কিছু আমল উল্লেখ করা হলো:

১. প্রথম ইমাম হোসায়েন ও তাঁর সাথীদের চল্লিশার যিয়ারত পাঠ করা (যেটি মাফাতিহুল জিনানে বা অন্যান্য আমলের গ্রন্থে ‘আর্বাঈনের যিয়ারত’ বলে উল্লেখ হয়েছে)।

২. ফজরের নামাযের পর ১০০ শতবার (لاحول ولاقوة الا بالله علي العظيم) (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলীঈল আযীম) পড়তে হবে।

৩. যোহরের নামাযের পূর্বে চল্লিশার গোসল করা এবং তাওবা ও ইস্তেগফার করা।

৪. ৭০ বার চারটি তসবিহ পাঠ করা (১. সুবহানাল্লাহি ২. ওয়াল হামদুলিল্লাহি ৩.ওয়া ইলাহা ইল্লাহু ৪. ওয়াল্লহু আকবর)

৫. যোহরের নামাযের পর সূরা আসর তেলাওয়াত করা অতঃপর ৭০ বার ইস্তেগফার করা।

৬. সূর্যাস্তের সময় চল্লিশবার (লা ইলাহা ইল্লাহু) পাঠ করা।

৭. এশা নামাযের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে ইমাম হোসায়েন -আলাইহিস সালাম-এর রূহে হাদিয়া করা।

প্রথম পৃষ্টা

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.