আল-হাদীস

শাবান মাসে সদকা দান করার সুপারিশ

 

নূর বার্তা সংস্থা: শাবান মাস হিজরী সনের ৮ম মাস। এ মাস অতিবাহিত হওয়ার পরই আমাদের মাঝে ফিরে আসে পবিত্র মাহে রমজান। এ মাসটি হলো রমজান মাসের প্রস্তুতিকাল। ইমাম জাফর সাদীক (আ.) এক হাদীসে শাবান মাসে সদকা দান সম্পর্কে বলেছেন

 

مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ فِی شَعْبَانَ رَبَّاهَا اللَّهُ جَلَّ وَ عَزَّ لَهُ کَمَا یُرَبِّی أَحَدُکُمْ فَصِیلَهُ حَتَّى یُوَافِیَ یَوْمَ الْقِیَامَةِ وَ قَدْ صَارَتْ لَهُ مِثْلُ أُحُد

 

অর্থাৎ যে ব্যক্তি শাবাস মাসে সদকা দান করবে, আল্লাহ তার উক্ত সদকাকে বৃদ্ধি করবেন। যেমনভাবে তোমাদের মধ্যে কেউ কোন উট শাবককে প্রতিপালন করে; যাতে তা কিয়ামতের দিন সদকা দানকারীকে দেয়া হবে যদিও তা এক বিশাল পাহাড়ের সম পর্যায়ে পৌছে যাক না কেন।

 

নূর বার্তা সংস্থা: শাবান মাস হিজরী সনের ৮ম মাস। এ মাস অতিবাহিত হওয়ার পরই আমাদের মাঝে ফিরে আসে পবিত্র মাহে রমজান। এ মাসটি হলো রমজান মাসের প্রস্তুতিকাল। ইমাম জাফর সাদীক (আ.) এক হাদীসে শাবান মাসে সদকা দান সম্পর্কে বলেছেন

 

مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ فِی شَعْبَانَ رَبَّاهَا اللَّهُ جَلَّ وَ عَزَّ لَهُ کَمَا یُرَبِّی أَحَدُکُمْ فَصِیلَهُ حَتَّى یُوَافِیَ یَوْمَ الْقِیَامَةِ وَ قَدْ صَارَتْ لَهُ مِثْلُ أُحُد

 

অর্থাৎ যে ব্যক্তি শাবাস মাসে সদকা দান করবে, আল্লাহ তার উক্ত সদকাকে বৃদ্ধি করবেন। যেমনভাবে তোমাদের মধ্যে কেউ কোন উট শাবককে প্রতিপালন করে; যাতে তা কিয়ামতের দিন সদকা দানকারীকে দেয়া হবে যদিও তা এক বিশাল পাহাড়ের সম পর্যায়ে পৌছে যাক না কেন।

 

 

সূত্র: আমালী শেইখ সাদুক, পৃ. ৬২৮।

 

লেখক সম্পর্কে

administrator

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.