আল-হাদীস

ঘানায় প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

নূর বার্তা সংস্থা: প্রতি বছর পবিত্র রমজান মাসে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে ঘানার সরকার। এ প্রতিযোগিতা চলতি বছরের পবিত্র মাস থেকে শুরু হবে।

ঘানার কোরআন প্রতিযোগিতা আয়োজক কমিটির প্রধান শেখ ওসমান ইবরাহিম বারি এ সম্পর্কে বলেন: কোরআন মানুষের রুহ, আত্মা ও অস্তিত্বের সাথে কথা বলে। মানুষ আত্মিক টানে কোরআনের প্রতি ঝুকে পড়ে। কোরআন প্রত্যেক ধর্মপ্রাণ মানুষের মন ও অন্তরকে জাগ্রত ও সজিব রাখে।

তিনি বলেন: ঘানার সমাজের বিভিন্ন স্থরে পবিত্র কোরআনের আলো ও সংস্কৃতির বিস্তার সাধনের উদ্দেশ্যে প্রতি বছর আন্তর্জাতিক পর্যায়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

নূর বার্তা সংস্থা: প্রতি বছর পবিত্র রমজান মাসে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে ঘানার সরকার। এ প্রতিযোগিতা চলতি বছরের পবিত্র মাস থেকে শুরু হবে।

ঘানার কোরআন প্রতিযোগিতা আয়োজক কমিটির প্রধান শেখ ওসমান ইবরাহিম বারি এ সম্পর্কে বলেন: কোরআন মানুষের রুহ, আত্মা ও অস্তিত্বের সাথে কথা বলে। মানুষ আত্মিক টানে কোরআনের প্রতি ঝুকে পড়ে। কোরআন প্রত্যেক ধর্মপ্রাণ মানুষের মন ও অন্তরকে জাগ্রত ও সজিব রাখে।

তিনি বলেন: ঘানার সমাজের বিভিন্ন স্থরে পবিত্র কোরআনের আলো ও সংস্কৃতির বিস্তার সাধনের উদ্দেশ্যে প্রতি বছর আন্তর্জাতিক পর্যায়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

আসন্ন রমজান মাসে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতা শুরু হবে। ঘানার জাতীয় টিভি চ্যানেলে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।

লেখক সম্পর্কে

administrator

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.