টুকরো খবর

ইরানের আল মুস্তাফা ইন্টারন্যাশান্যাল ইউনির্ভাসিটি ঢাকা বিভাগ কতৃক কবিতা প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইরানের আল মুস্তাফা ইন্টারন্যাশান্যাল ইউনির্ভাসিটি ঢাকা বিভাগ কতৃক কবিতা প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নূর বার্তাঃ

ইরানের আল মুস্তাফা ইন্টারন্যাশান্যাল ইউনির্ভাসিটি ঢাকা বিভাগ কতৃক আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দ্বারা সম্মান প্রদান অনুষ্টান হলো ইউনির্ভাসিটির ঢাকা বিভাগের ধানমন্ডির অফিসে ৷

২০২২ সালের শেষদিন ৩১-শে ডিসেম্বর বাংলাদেশের ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সাটির অডিটরিয়ামের এক মনোজ্ঞ অনুষ্টানে পুরস্কার প্রদান করেন আল মুস্তাফা ইন্টার ন্যাশান্যাল ইউনির্ভাসিটির বিশেষ প্রতিনিধি জনাব শাহাবুদ্দিন মাসায়েখি সাহেব ও সার্বিক সহযোগিতায় ছিলেন ড. মোঃ কুদ্দুশ বাদসা সাহেব ৷

ফিলিস্তিন অসহায় মানুষের উপরে জায়োনিষ্টদের নির্মম অত্যাচারের প্রসঙ্গে হয়েছিল পুরো প্রতিযোগিতাটি ৷

স্বরচিত কবিতা প্রযোগিতার দুটি বিভাগ ছিলো, জুনিয়ার বিভাগ ও সিনিয়ার বিভাগ ৷
প্রতি বিভাগ থেকে তিনজনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় ৷

সিনিয়ার গ্রুপে স্বরচিত কবিতা বিভাগে ‘কুদস-মুক্তির বিরামহীন সংগ্রাম’ ‘শিরোনামে তেহরান থেকে কবিতা লিখে প্রথমস্থান অধিকার করেছেন মোঃ আমীর হোসেন,
“ফিলিস্তিন স্বাধীন হোক’ শিরোনামে ভারতের হাওড়া থেকে কবিতা লিখে দ্বিতীয়স্থান অধিকার করেছেন সেখ মুস্তাক আহমদ ও ‘ফিলিস্তিন’ শিরোনামে ঢাকা থেকে কবিতা লিখে তৃতীয়স্থান অধিকার করেছেন শাহ নওয়াজ তাবিব ৷

জুনিয়ার গ্রুপে স্বরচিত কবিতা বিভাগে “ফিলিস্তিনি যুবকের আর্তনাদ” শিরোনামে মোঃ মেহেদী হাসান প্রথমস্থান অধিকার করেছেন, ‘আল কুদস’ শিরোনামে কবিতা লিখে দ্বিতীয়স্থান অধিকার করেছেন খুলনার শারমীন রীমা এবং ‘জেগো ওঠো’ শিরোনামে কবিতা রচনা করে তৃতীয়স্থান অধিকার করেছেন ঢাকার মাহদী মাহমুদ ৷

এ ছাড়া চিত্রঙ্কন পর্বে খুলনা থেকে প্রথম হয়েছেন শারমীন রীমা, দ্বিতীয়স্থান অধিকার করেছেন ঢাকা থেকে সৈয়াদা সাফাক ও তৃতীয়স্থান অধিকার করেছেন ফারিবা যাহরা ৷

May be an image of 3 people, beard, people sitting and indoorNo photo description available.May be an image of 2 peopleMay be an image of 4 people, people standing and indoorMay be an image of 4 people, people standing and indoorMay be an image of 2 people, people standing and text that says "Prize Giving ds Do Poetr tul Is' ble pny upetition 2020 Guest Shah haekhirad ersity, Iran nal University 5OS0"May be an image of 2 people and people standingMay be an image of 3 people and people standingMay be an image of 3 people and people standingMay be an image of 2 people and people standingMay be an image of 5 people and people standingMay be an image of 5 people, people standing and indoorNo photo description available.May be an image of 4 people, people standing and text that says "008- Ceremony ry Competition est: 20 ahabuddin Ma a International U Research Depart Al-Mustafa Inte DhakaOffino Dhaka TARA9 MIGH"May be an image of 6 people, people standing and indoorMay be an image of 4 people and people standingMay be an image of 3 people and people standing

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.