Iran Safar

আল মুস্তাফা ইন্টারন্যাসান্যাল ইউনির্ভাসিটিতে শর্টকোর্স করে সার্টিফিকেট প্রাপ্ত হলো বাংলার ছ’জন

আল মুস্তাফা ইন্টারন্যাসান্যাল ইউনির্ভাসিটিতে শর্টকোর্স করে সার্টিফিকেট প্রাপ্ত হলো বাংলার ছ’জন

নূরবার্তা সংস্থা

আলহামদোলিল্লাহ ! ইরানের কোম শহরের অবস্থিত ‘আল মুস্তাফা ইন্টারন্যাসান্যাল ইউনির্ভাসিটি’ দ্বারা পরিচালিত শর্টকোর্স শিক্ষা ব্যবস্থায় ১০-দিন শর্টকোর্স করার পর আজ সার্টিফিকেট প্রদান করে ইউনির্ভাসিটি কতৃপক্ষ্য ৷

আল্লাহর নবী হযরত মুহাম্মাদ (সঃ) বলেছেনঃ ” মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো ৷”
তিনি (সঃ) আরো বলেছেনঃ “আনা মুদিনাতুল ইলমে আলীউন বাবুহা” ৷
ইমাম জাফর সাদিক (আঃ) বলেছেনঃ “কোম হলো আমাদের আহেল বাইতের জন্য হারাম-শরিফ”

ড. মওলানা রিজওয়ান সালাম খানের প্রচেষ্টায় পশ্চিমবাংলা থেকে আগত ছ’জন ব্যক্তি এই শর্টকোর্স করেন, চারজন পুরুষ ও দুজন নারী ৷
পশ্চিমবাংলার মেদিনীপুর জেলা থেকে দুজন, হাওড়া জেলা থেকে একজন, দক্ষিণ ২৪-পরগণা থেকে একজন এবং মুর্সিদাবাদ জেলা থেকে দুজন এসেছিলেন ৷

দশদিন ব্যাপী এই কোর্সের জন্য প্রতিদিন চার’টি করে ক্লাসের ব্যবস্থা করা হয়, শর্টকোর্সে রাখা হয়েছিল নানা বিষয়ের ক্লাস ৷

আন্তর্জাতিক মিডিয়ার পরিচয় ও তার আগ্রাসন ও আমাদের করনীয়, তিব্বে সুন্নাতি ও আমাদের দায়িত্ব, ইরান ও ইসলামের সম্পর্ক, ইত্তেহাদে বায়নুল মুসলেমীন, যুগের ইমাম ও তাঁর আর্বিভাব, ইত্যাদি বিষয়ের উপরে ক্লাস করেন অভিজ্ঞ Phd. প্রাপ্ত এমন শিক্ষকগণ ৷
ফার্সি, উর্দূ, ইংরাজী এবং বাংলা ভাষায় এই শর্টকোর্সের আয়োজন করেছিলো ইউনির্ভাসিটি কতৃপক্ষ্য ৷

পরিশেষে ছোট্ট আনুষ্টিক পরিমন্ডলে সার্টিফিকেটগুলি সাদস্যের হাতে তুলে দেন ৷

……………………………
20 – 10 – 2022
কোম, ইরান

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.