Iran Safar

ইরানের সফর সেরে বাংলার পড়ুয়ারা আবার দেশে ফিরলেন

ইরানের সফর সেরে বাংলার পড়ুয়ারা আবার দেশে ফিরলেন

নূর বার্তা সংস্থা: (মুস্তাক আহমাদ) দিল্লি

আলহামদোলিল্লাহ! আমরা গতকাল ইরানের আন্তর্জাতিক “ইমাম খোমেনী বিমান বন্দরে” বিমান যোগে দিল্লি বিমান বন্দরে পৌঁছালাম ৷
এই পশ্চিমবাংলার আমরা ‘কয়েক জন বিভিন্ন জেলা থেকে সম্মেলিত ভাবে ইরানের কোম শহরে অবস্থিত “আল মুস্তাফা ইউনির্ভাসিটি”র আয়োজিত শর্টকোর্স সেরে আবার বাংলা ফিরে এলাম গতকাল ২৮-শে অক্টোবর ২০২২
‘তিব্বে সুন্নাতি’ অর্থাৎ নবীপাক ও তাঁর আহলে বাইতের দ্বারা প্রকাশিত এমন চিকিৎসা বিষয়ক জ্ঞান হিজামা’সহ সুন্নাতি চিকিৎসা’র উপরে গুরুত্বপূর্ণ কোর্স করলাম, সাথে আন্তর্জাতিক মিডিয়া, ইরান ও ইসলামের সম্পর্ক ইত্যাদি বিষয়ের উপরে শর্টকোর্স করলাম,
এছাড়াও ইরানের বিভিন্ন শহর যেমন মাসহাদ, কোম, তেহরান, ইসপাহান, নিসাবুর ইত্যাদি শহরে অবস্থিত রৌজাসহ দর্শনীয় স্থানে যিয়ারত করলাম ৷
— এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং নবীপাক ও তাঁর আহলে বাইতের প্রতি জানাই দরুদ ও সালাম ৷
এছাড়া ড. মওলানা রিজওয়ানুস সালাম খান সাহেবকেও জানাই আন্তরিক শুকরিয়া পুরো সফরে মূল দায়িত্ব নিয়ে আন্তরিক সহযোগিতা করার জন্য ৷


লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.