আল-হাদীস আল-হাদীস টুকরো খবর

দ্বিতীয় হাদিস : ইমাম হোসায়েন (আঃ) এবং তাঁর যিয়ারতের ভালোবাসা

যিয়ারতের ভালোবাসা

Pilgrimage-love

দ্বিতীয় হাদিস : হাদিসের আলোকে ইমাম হোসায়েন (আঃ)-এর শাহাদত

আস সালামু আলাল হোসায়েন – ওয়া আলা আলী ইবনিল হোসায়েন

ওয়া আলা আওলাদিল হোসায়েন – ওয়া আলা আসহাবিল হোসায়েন।

নূর বার্তা সংস্থা : ইমাম হোসায়েন (আঃ)-এর কালজয়ী বিপ্লব সম্বন্ধে নবী পাক (সঃ) এবং আহলেবাইত (আঃ)-এর পবিত্র নিষ্পাপ ইমামগণের পক্ষে থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে, সেই সব হাদিস থেকে নিম্নে একটি আপনাদের সামনে উপস্থাপন করা হল :

 

:عَنْ أَبِی عَبْدِ اللَّهِ علیه السلام قَالَ:

مَنْ أَرَادَ اللَّهُ بِهِ الْخَیْرَ قَذَفَ فِی قَلْبِهِ حُبَّ الْحُسَیْنِ علیه السلام وَ حُبَّ زِیَارَتِهِ وَ مَنْ أَرَادَ اللَّهُ بِهِ السُّوءَ قَذَفَ فِی قَلْبِهِ بُغْضَ الْحُسَیْنِ علیه السلام وَ بُغْضَ زِیَارَتِهِ.

(وسائل الشیعه/ج14/ص496)

ইমাম সাদিক (আঃ) বলেছেন :

আল্লাহ তায়ালা যে ব্যক্তির কল্যাণ চান তার অন্তরে ইমাম হোসায়েন (আঃ)-এর এবং তাঁর যিয়ারতের ভালোবাসা প্রবেশ করিয়ে দেন। আর যে ব্যক্তির মন্দ চান তার অন্তরে ইমাম হোসায়েন (আঃ)-এর এবং তাঁর যিয়াতের প্রতি ঘৃণা প্রবেশ করিয়ে দেন।

ওয়াসায়েলুশ শিয়া : খন্ড ১৪, পৃষ্ঠা ৪৯৬।

 

আসুন সকলে শিষ্টাচারের সাথে ইমাম হোসায়েন (আঃ)-এর শোকানুষ্ঠান পালন করি এবং হযরত ফাতেমা যাহরা (আঃ)-কে তাঁর দুলালের শাহাদত উপলক্ষে শোক ও সমবেদনা জানাই।

🏴🏴🏴🏴🏴

ধন্যবাদান্তে :

Noorul Islam  Academy

www.noor-academy.com

info@noor-academy.com

https://www.facebook.com/n.i.academy

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.