আল-হাদীস আল-হাদীস টুকরো খবর

প্রথম হাদিস: হাদিসের আলোকে ইমাম হোসায়েন (আঃ)-এর শাহাদত

ইমাম হোসায়েন

প্রথম হাদিস: হাদিসের আলোকে ইমাম হোসায়েন (আঃ)-এর শাহাদত

আস সালামু আলাল হোসায়েন – ওয়া আলা আলী ইবনিল হোসায়েন

ওয়া আলা আওলাদিল হোসায়েন – ওয়া আলা আসহাবিল হোসায়েন।

 

নূর বার্তা সন্থা : ইমাম হোসায়েন (আঃ)-এর মত মর্মান্তিক শাহাদতের নজির বিশ্বে আর নেই তাই দয়ার নবী (সঃ) সেই শোকে উত্তপ্তকে এক হাদিসের মাশধ্যমে এই রূপ মূল্যায়ণ করেছেন :

قالَ رَسُولُ اللّهِ (صلّى اللّه علیه و آله):

«اِنَّ لِقَتْلِ الْحُسَیْنِ علیه السّلام حَرارَةً فى قُلُوبِ الْمُؤمنینَ لا تَبْرُدُ اَبَداً.»

বিশ্ব নবী (সঃ) বলেছেন :

অবশ্যই হুসায়েনর শাহাদতের ঘটনা মুমিনদের হৃদয়ে এমন উষ্ণতা সৃষ্টি করেছে যা কখনও ঠান্ডা হবে না বা নিভে যাবে না।”

সূত্র: জামেউল আহাদিস : খন্ড ১২, পৃষ্ঠা ৫৫৬।

আসুন সকলে শিষ্টাচারের সাথে ইমাম হোসায়েন (আঃ)-এর শোকানুষ্ঠান পালন করি এবং হযরত ফাতেমা যাহরা (আঃ)-কে তাঁর দুলালের শাহাদত উপলক্ষে শোক ও সমবেদনা জানাই।

🏴🏴🏴🏴🏴

ধন্যবাদান্তে :

Noorul Islam  Academy

www.noor-academy.com

info@noor-academy.com

https://www.facebook.com/n.i.academy

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.