টুকরো খবর কুরআন শরীফ

Shia Sehri & Iftari Time Table For Kolkata City, 1442Hj

Shia Sehri & Iftari Time Table For Kolkata City, Ramadan 1442Hj – 2021Ad

কলকাত এবং তার পার্শ্ববর্তী এলাকার শীয়াদের জন্য ইফতার ও সাহরীর সময়সূচী

পবিত্র রমযান মাসের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রোযা শব্দটি। ফারসি ও উর্দু ভাষায় এই শব্দের প্রচালন রয়েছে। রোযার আরবি অর্থ হল সাওম। সাওম শব্দের আক্ষরিক অর্থ হলো বিরত থাকা। গোটা রমযান মাস ধরে রোযার উপবাস পালন করেন মুসলমান সম্প্রদায়ের মানুষ। আর এই রোযার সঙ্গে যে দুটো শব্দ জড়িয়ে আছে, তা হল সেহরী ও ইফতার।

ইসলাম ধর্মাবলম্বীরা খুব গুরুত্ব সহকারে সেহরী এবং ইফতার সারেন রমযানের সময়। রোযা শুরুর আগে ভোরবেলায় দিনের প্রথম যে খাবার খান, তা হল সেহরী এবং সারা দিন রোযার পর যে খাবার খান, তা হল ইফতার।

সেই ইফতার ও সাহারী যদি সঠিক সময় সমাপন না করা হয় তাহলে রোযা ভঙ্গ হয়ে যায় তাই প্রতি বছর সারা বিশ্বের মুসলিম  এই এক মাসের বিশেষ ইফতার – সাহরী সময়সূচী তৈরী করে থাকে। আপনাদের জন্য সেই তালিকা উপস্থাপন করা হলো :

 

Ramdan TIme Table Kolkata

 

পবিত্র কুরআনের আলোকে ইফতারী সাহরীর করার সঠিক সময়

وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ

(…অতঃপর তোমরা রাত পর্যন্ত রোযা সম্পূর্ণ করুন…) সূরা বাকারা : আয়াত ১৯০।

Iftari TIme Table

Iftari TIme Table

 

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.