ইমামত আকাঈদ

ইমাম মাহদীর আবির্ভাবের সময় নির্ধারণ করা কি সঠিক?

নূর বার্তা সংস্থা : হুজ্জাতুল ইসলাম ফাতেমিনিয়া বলেন, ইমাম মাহদীর অন্তর্ধানের বিষয়টি হচ্ছে আল্লাহর একটি গোপন রহস্য, আর এ জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী «كذب الوقّاتون» যারা ইমাম মাহদীর আবির্বাবের সময় নির্ধারণ করবে তারা মিথ্যাবাদী।
ইমামদের কথা থেকে বোঝা যায় যে, আবির্ভাবের সময় আমাদের কাছে গোপন রয়েছে।
ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: আমরা পূর্বেও আবির্ভাবের সময়কে নির্ধারণ করি নি এবং ভবিষ্যতেও নির্ধারণ করব না।
সুতরাং যারা আবির্ভাবের সময় নির্ধারণ করে তারা প্রতারক ও মিথ্যাবাদী এবং হাদীসের ভাষ্য থেকে আমরা এটাই বুঝতে পারি।
ইমাম বাকের (আ.)-এর একজন সাহাবা আবির্ভাবের সময় সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন: যারা সময় নির্ধারণ করে তারা মিথ্যাবাদী , যারা সময় নির্ধারণ করে তারা মিথ্যাবাদী, যারা সময় নির্ধারণ করে তারা মিথ্যাবাদী।
এ ধরনের রেওয়ায়েত থেকে আমরা এ সিদ্ধান্তে পৌঁছতে পারি যে ,সর্বদা এমন ধরনের মানুষ ছিল যারা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আবির্ভাবের সময় নির্ধারণ করত এবং এ ধরনের মানুষ ভবিষ্যতেও থাকবে। এ কারণেই পবিত্র ইমামগণ তাদের অনুসারীদেরকে এ ধরনের ব্যাপারে নিরব না থেকে তাদেরকে প্রত্যাখ্যান করতে বলেছেন।
ইমাম জাফর সাদিক (আ.) এ সম্পর্কে তার এক সাহাবাকে বলেছেন: যারা আবির্ভাবের সময় নির্ধারণ করে তাকে প্রত্যাখ্যান করতে দ্বিধা কর না কেননা, আমরা কারো জন্য সময় নির্ধারণ করি নি।

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.