আকাঈদ

মধ্যপ্রাচ্যের অধিকংশ দেশগুলোতে পবিত্র রমজান শুরু

নূরবার্তা সংস্থা:: চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সে হিসেবে (৫ জুন) রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধর্মপ্রাণ মুসল্লিরা।
দুবাই, কাতার, সৌদি-আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান শুরু হচ্ছে আ সোমবার (০৬ জুন) থেকে।

বিশ্বের অন্যান্য মুসলমানদের সঙ্গে দীর্ঘ একমাস রোজা ও ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন দেশগুলোর মুসলিমরা।

রোববার সন্ধ্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রজমান মাসের নতুন চাঁদ দেখা যায়। তাই রোববার রাতে সেহেরি খেয়ে ওইসব দেশে রোজা পালিত হবে।

স্পেন, ইথিওপিয়া, ফিলিস্তিন, সুদান এবং মিশরের ইসলামী মন্ত্রনালয়ও আজ সোমবার থেকে তাদের দেশে রোজার প্রথম দিন ঘোষণা করেছে।

মধ্যপ্রাচ্যে রমজান শুরুর পরদিনই সাধারণত বাংলাদেশের অধিকাংশ স্থানের মুসল্লিরা রোজা রাখেন। তবে এক্ষেত্রে চাঁদ দেখা না গেলে রোজা একদিন পিছিয়ে যেতে পারে।

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.