Uncategorised

মিনা দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ইরান

 

নূর বার্তা সংস্থা : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। পবিত্র মক্কা শরীফের মিনায় পায়ের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে সহস্রাধিক হাজির নিহত হওয়ার ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি।

সর্বোচ্চ নেতা এক বিবৃতিতে মিনার ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক জানান। এ ছাড়া, শোকাবহ এ ঘটনার দায়িত্ব সৌদি সরকারের কাঁধে বর্তায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সৌদি অব্যবস্থাপনা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যর্থতায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেও এতে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মিনা বিপর্যয় মুসলিম বিশ্বে গভীর শোক সৃষ্টি করেছে। এ ঘটনা থেকে বেঁচে যাওয়া হাজিদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি। এ ছাড়া,  ইরান অন্যান্য দেশের হাজিদের সম্ভাব্য সব সহায়তা দেবে বলেও ঘোষণা দেন তিনি।

মিনা দুর্ঘনায় ১৩১ জন ইরানি হাজিসহ সহস্রাধিক ব্যক্তি নিহত হয়েছেন। সৌদি আরবের সরকারি ঘোষণায় নিহতের সংখ্যা ৭১৭ বলে দাবি করা হলে প্রকৃত সংখ্যা ১,২০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় ১,৫০০ জনের বেশি আহত হয়েছেন।

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.