Uncategorised

ঢাকায় ঘরোয়া পরিবেশে পালিত করা হলো “আইয়ামে ফাতেমিয়া”র শোকানুষ্টান

ঢাকায় ঘরোয়া পরিবেশে পালিত করা হলো “আইয়ামে ফাতেমিয়া”র শোকানুষ্টান
22/12/2022
নূর বার্বাংতা সংস্লাথাঃ দেশের ঢাকার শহরের উত্তারা ইয়ারপোর্টের সন্নিকটে একদম ঘরোয়া পরিবেশে পালিত হলো নবীকন্যা হযরত ফাতিমা (আঃ)-এর বিষাদময় শোকের উপরে পর্যালোচনা ও আলোচনা ৷
আলোচক হিসাবে উপস্থিত ছিলাম আমরা দু’জন ৷ মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব ও আমি মুস্তাক আহমদ ৷
মুক্তমনা চিন্তাশীল এমন কিছু শ্রোতাদের সম্মুখে একমাত্র কন্যার শোকের দিনগুলি তুলে ধরা হয় ৷ হযরত ফাতেমা (আঃ)এর ১৮- বছরের অকালে চলে যাওয়া প্রশ্নটি ভাবিয়ে তোলে ৷
১৩-ই জামাদিল আওয়াল থেকে ৩-রা জামাদিস সানীর মধ্যবর্ত্তী সময়ে আমরা বাংলাদেশ সফরে এসেছি মূলত দুটি বিষয় নিয়ে ৷
নবীকন্যা হযরত ফাতেমা (আঃ)-এর শাহাদত কারন কি সেই অনুসন্ধান উপস্থাপনা করা ৷
এবং সত্যের পথে পত্রিকার ঊদ্যোগে রেনেসা পাবলিার ও নূরূল ইসলাম একাডেমীর সহযোগিতায় বিভিন্ন জেলার বেশকিছু বিশিষ্ট ব্যক্তিদের হাতে”আয যাহরা আন্তর্জাতিক স্মারক সম্মানটি প্রদান করা ৷

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.