Uncategorised

সৌজন্য আলাপ ও রেনেসা পাবলিশারের পক্ষ্য হতে বই উপহার

সৌজন্য আলাপ ও রেনেসা পাবলিশারের পক্ষ্য হতে বই উপহার

নূরবার্তাঃ 30/11/2022

আহলে বাইতের মহব্বত দূর’কে কাছে করে, দুজনে কেউ কাউকে চিনতাম না ৷ ফেসবুকের মাধ্যমে পরিচয় ৷ প্রিয় নবীজির আহলে বাইতের মহব্বতের টানে আজ সৌজন্য আলাপ করতে এলেন জনাব আলতাফ গাজি শাহ চিশতী সাহেব ৷

আলাপের এক পর্যায়ে জানলাম উনি খাজা বাবা হযরত সৈয়দ মঈিনুদ্দিন চিশতী (রহঃ)-এর বংশধর ৷

রেনেসা পাবলিশারের পক্ষ্য হতে উনার হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হলো কিছু বই পত্র পত্রিকা ৷ আমাদের দাওয়াত করে গেলেন উনার দরগা’তে, যেখানে উনি পবিত্র আহলে বাইতের খুশির বা শোকের অনুষ্টান করেন, বিশেষ করে মহররমের দিনগুলি উনি বিশাল ভাবে আয়োজন করে থাকেন ৷

গাজী সাহেব, কথার ফাঁকে বললেনঃ উনার ওখানে আহলে বাইতের মহব্বতকারীর সংখ্যা এখন বাড়ছে, ওহাবীদের বাতিল মতাদর্শ থেকে মানুষ আহলে বাইতের সুশীতল সংস্পর্ষে চলে আসছে ৷

কথা প্রসঙ্গে আমরা আরো জানলাম গাজী সাহেব একজন ‘কাওয়ালী শিল্পী ৷ আহলে বাইতের শান মান মর্যাদার প্রকাশ করেন কাওয়ালীর মাধ্যমে ৷

আমাদের দেওয়া বই পেয়ে খুশি প্রকাশ করে গাজী সাহেব নিজেই বললেনঃ “আহলে বাইতের প্রচারের জন্য লাইব্রেরী বানাবো ৷”
শুনে আমরা খুশি হলাম, কারন আমরা এটাই চাই ৷

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.