আল-হাদীস আল-হাদীস টুকরো খবর

হাদিস ১. কুরআনে বসন্ত রমযান মাস

بسم الله الرحمن الرحیم

بهار قرآن ماه رمضان

কুরআনের বসন্ত রমযান মাস

قوله تعالی (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ.) (سوره تحریم -6)

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন: হে ঈমানদারগণ,তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে আগুন হতে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর; যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকূল, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না। আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়। সূরা তাহরিম আয়াত ৬।

___________________________

قال الصادق علیه السلام :قِراءَةُ القُرآنِ فِی المُصحَفِ تُخَفِّفُ العَذابَ عَنِ الوالِدَینِ وَ لَو کانا کافِرَینِ.

১. ইমাম সাদিক (আ.)বলেছেন: পবিত্র কুরআনের কিতাব থেকে দেখে তেলাওয়াত করলে পিতা মাতার আযাবকে কম করে দেয় যদিও তারা আল্লাহর অমান্যকারী (কাফের) হোক না কেন। উসূলে কাফী, খন্ড ২, পৃষ্ঠা ৬১৩।

___________________________

আজ ১তম রোযা আজ আমারা সকলে সপরিবারে পবিত্র কুরআনের ১তম পারা তেলাওয়াত করবো- ইনশা আল্লাহ।

ধন্যবাদ

___________________________

Noorul Islam Academy

www.noor-academy.com

info@noor-academy.com

🌿🌷🍃🎋☘️🌸🌺🌹🌱🍃🎋

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.