আকাঈদ

ইমামতের উপর খাজা নাসিরুদ্দিন তুসির গুরুত্বপূর্ণ ভূমিকা

নূর বার্তা সংস্থা : খাজা নাসিরুদ্দিন তুসি ইসলামী দর্শন ও কালামশাস্ত্রে অনেক বড় অবদান রেখেছন। তিনি তার তাজরিদুল আকায়েদ গ্রন্থে এমনসব আলাচনা করেছেন যার উপর শিয়া সুন্নি সকল মনিষীরা ব্যাখ্যা লিখেছেন।

হুজ্জাতুল ইসলাম খোসরুপানাহ বলেন, খাজা নাসিরুদ্দিন তুসি, ধর্মতাত্ত্বিক, দার্শনিক, গণিত, নৈতিক এবং জ্যোতির্বিদ্যাসহ বিভিন্ন বিষয়ের উপর ব্যাপক জ্ঞান রাখতেন।

তিনি বলেন: নাসিরুদ্দিন তুসি তার বিভিন্ন লেখনিতে ইমামতের বিষয়টেক প্রমাণ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে তার ফুসুল গ্রন্থটি। এই গ্রন্থে তিনি প্রমাণ করেছেন যে, ইমাম না হলে মানুষ সঠিক পথের দিশা পাবে না। আর আল্লাহ যেহেতু দয়ামত তাই তিনি মানুষের হেদায়াতের জন্য নবীর পর ইমাম পাঠিয়েছেন।

খাজা নাসিরুদ্দিন তুসির মতে ইমামকে অবশ্যই নিস্পাপ মাসূম হতে হবে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবেন।

খাজা নাসিরুদ্দিন তুসি তার ইমামত গ্রন্থে ইমামতের বিষয়ৈ পাচটি প্রশ্ন করেছেন এবং তার জবাব দিয়েছেন।

১- ইমামকে? ইমামতের উদ্দেশ্য কি?

২- ইমাম আছে কি?

৩- কে ইমাম থাকা উচিত?

৪- ইমাম হিসাবে তাদের কি বৈশিষ্ট্য থাকা উচিত?

৫- ইমাম কারা?

 

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.