আকাঈদ

প্রকৃত বান্দার পরিচয় হচ্ছে ওয়াজিব সম্পন্ন করা এবং হারাম কাজ থেকে বিরত থাকা: গবেষক

নূরবার্তা সংস্থা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ হুসাইন মু’মেনি বলেছেন যে, প্রকৃত বান্দার পরিচয় হচ্ছে ওয়াজিব সম্পন্ন করা এবং হারাম কাজ থেকে বিরত থাকা।
প্রকৃত বান্দার পরিচয় হচ্ছে ওয়াজিব সম্পন্ন করা এবং হারাম কাজ থেকে বিরত থাকা: গবেষক
ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ হুসাইন মু’মেনি খ্যাতনামা আধ্যাত্মিক সাধক শেখ রজব আলী খাইয়াতের ৫৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আধ্যাত্মিক সাধনা মানুষকে খোদামুখী ও পরিশুদ্ধ করে। তবে আধ্যাত্মিক সাধনার জন্য একজন খোদাপ্রেমী প্রকৃত সাধককে গুরু হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে, একশ্রেণীর সুবিধাবাদি ব্যক্তিরা আধ্যাত্মিকতার সাধনার নামে সাধারণ মানুষদের প্রতারিত করে থাকে।

তিনি বলেন: কেউ যদি আধ্যাত্মিক সাধনা করতে চায় তবে প্রাথমিক পর্যায়েই তাকে সব ধরনের গুনাহ ও নাফরমানির কলুষতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং শরিয়াতের ওয়াজিব বিধানসমূহ যথাযথভাবে সম্পন্ন করতে হবে; তবে আধ্যাত্মিকতার সিড়ি অতিক্রম করা সম্ভব।

তিনি আরও বলেন: আমরা যদি প্রকৃত আধ্যাত্মিক সাধকদের জীবন পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে, তারা আল্লাহর ইবাদত-বন্দেগী এবং শরিয়াতে বিধানাবলী যথাযথভাবে পালনের মাধ্যমে এমন মর্যাদায় ভূষিত হয়েছেন। শরিয়াতের বিধান উপেক্ষা করে কখনও আধ্যাত্মিক সাধনা সম্ভব নয়।

তিনি আরও বলেন: একজন খোদাপ্রেমী ও প্রকৃত বান্দার পরিচয় হচ্ছে ওয়াজিব সম্পন্ন করা এবং হারাম কাজ থেকে বিরত থাকা।

লেখক সম্পর্কে

Admin

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.