টুকরো খবর

ইরাকের পবিত্র মাজারগুলো রক্ষায় ইরান সব কিছুই করবে

নূর বার্তা সংস্থা: ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরাকের মুসলিম জাতিসন্ত্রাসী ও তাদের সমর্থকদের বিতাড়িত করবে এবং ইরান প্রতিবেশী এই দেশেরপবিত্র মাজারগুলোকে রক্ষার জন্য সম্ভাব্য সব কিছুই করবে। তিনি গত (বুধবার) ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লোরেস্তানে এক বিশাল জনসমাবেশে বলেছেন, এইসব সন্ত্রাসী গ্রুপের আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থকরা- উভয়ই ইরাকের মুসলিম জনগণের সমকক্ষ নয় এবং ইরাকের জনগণ তাদেরকে প্রতিহত করবে, মহান আল্লাহর ইচ্ছায়।

রুহানি বলেন, বিশ্বের সব পরাশক্তি, ভাড়াটে সেনা ও সন্ত্রাসীদের জানা উচিত মহান ইরানি জাতি ইরাকের পবিত্র কারবালা, নাজাফ, কাজেমিয়া ও সামারায় অবস্থিত পবিত্র মাজারগুলোকে রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নিবে।

নূর বার্তা সংস্থা: ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরাকের মুসলিম জাতিসন্ত্রাসী ও তাদের সমর্থকদের বিতাড়িত করবে এবং ইরান প্রতিবেশী এই দেশেরপবিত্র মাজারগুলোকে রক্ষার জন্য সম্ভাব্য সব কিছুই করবে। তিনি গত (বুধবার) ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লোরেস্তানে এক বিশাল জনসমাবেশে বলেছেন, এইসব সন্ত্রাসী গ্রুপের আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থকরা- উভয়ই ইরাকের মুসলিম জনগণের সমকক্ষ নয় এবং ইরাকের জনগণ তাদেরকে প্রতিহত করবে, মহান আল্লাহর ইচ্ছায়।

রুহানি বলেন, বিশ্বের সব পরাশক্তি, ভাড়াটে সেনা ও সন্ত্রাসীদের জানা উচিত মহান ইরানি জাতি ইরাকের পবিত্র কারবালা, নাজাফ, কাজেমিয়া ও সামারায় অবস্থিত পবিত্র মাজারগুলোকে রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নিবে।

 

উল্লেখ্য, ইরাকের পবিত্র নাজাফে রয়েছে হযরত আলী (আ.)র মাজার, কারবালায রয়েছে হযরত ইমাম হুসাইন (আ.)র মাজার এবং কাজেমিয়া শহরে রয়েছে বিশ্বনবী (সা.)র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম মুসা কাজিম (আ.)-এর মাজার মুবারক। আর সামারায় রয়েছে বিশ্বনবী (সা.)র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম মাহদী (আ.)র পিতা ইমাম হাসান আসকারি (আ.) ও দাদা ইমাম আলী নাকি (আ.)র মাজার।

ইরানের বিপুল সংখ্যক জনগণ তাঁদের পবিত্র মাজারগুলোর রক্ষার জন্য প্রস্তুত বলে রুহানি জানান।

ইরাকের শিয়া, সুন্নি ও কুর্দি মুসলমানরাও আইএসআইএল-এর সন্ত্রাসীদের মোকাবেলার জন্য প্রস্তুত ও স্বেচ্ছাসেবী হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

লেখক সম্পর্কে

administrator

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.