টুকরো খবর

আয়াতুল্লাহ সিস্তানির বিবৃতির প্রতি সমর্থন জানালেন বানকি মুন

নূর বার্তা সংস্থা: আল কায়েদা সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠি আইএসআইএল-এর সন্ত্রাসীরা ইরাকের বিভিন্ন অঞ্চল দখলের পর সেখানকার নিরাপত্তা কর্মী ও সাধারণ নাগরিকদের উপর নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বানকি মুন। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন: ইরাকে যখন সন্ত্রাসী জঙ্গিরা সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে, তখন ইরাকি জনগণের উপর দায়িত্ব হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

নূর বার্তা সংস্থা: আল কায়েদা সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠি আইএসআইএল-এর সন্ত্রাসীরা ইরাকের বিভিন্ন অঞ্চল দখলের পর সেখানকার নিরাপত্তা কর্মী ও সাধারণ নাগরিকদের উপর নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বানকি মুন। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন: ইরাকে যখন সন্ত্রাসী জঙ্গিরা সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে, তখন ইরাকি জনগণের উপর দায়িত্ব হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

 

বানকি মুন ইরাকের যে সব প্রভাবশালী ব্যক্তিত্ব বিশেষ করে মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উজমা আলী সিস্তানি জাতিগত ও সাম্প্রদায়িক বিরোধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন, তাদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন।

উল্লেখ্য হযরত আয়াতুল্লাহ আল উজমা আলী সিস্তানি সমগ্র ইরাকি জাতির প্রতি গত সোমবার প্রদত্ত এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন যে, বর্তমান জটিল ও সংকটময় পরিস্থিতিতে শিয়া ও সুন্নি নির্বিশেষে সকল ইরাকি নাগরিককে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে এবং সব ধরনের সাম্প্রতিক বিরোধ ও জাতিগত পার্থক্যকে ভুলে চরমপন্থি ও জঙ্গিদের মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

লেখক সম্পর্কে

administrator

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.