টুকরো খবর

‘ভূমধ্যসাগরে আকস্মিক দায়িত্ব পালনে প্রস্তুত রুশ নৌবহর’

নূর বার্তা সংস্থা : সিরিয়ায় সংঘাত জোরদার হলে ভূমধ্যসাগরে অবস্থিত রাশিয়ার যুদ্ধজাহাজগুলো প্রতিক্রিয়া দেখাতে পারবে বলে মন্তব্য করেছেন একজন রুশ জেনারেল।

সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার প্রেক্ষাপটে মস্কো যখন ভূমধ্যসাগরে রণতরীর উপস্থিতি বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলে তার নৌশক্তিকে শানিত করছে তখন এ মন্তব্য শোনা গেল রুশ জেনারেলের মুখে।

ওই জেনারেল রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, “ভূমধ্যসাগরে আমাদের যেসব রণতরী রয়েছে সেগুলোই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। এমনকি দরকার হলে আজই সাবমেরিন বাহিনীসহ এইসব রণতরী সামরিক পরিস্থিতিকে প্রভাবিত করতে সক্ষম।”

নূর বার্তা সংস্থা : সিরিয়ায় সংঘাত জোরদার হলে ভূমধ্যসাগরে অবস্থিত রাশিয়ার যুদ্ধজাহাজগুলো প্রতিক্রিয়া দেখাতে পারবে বলে মন্তব্য করেছেন একজন রুশ জেনারেল।

সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার প্রেক্ষাপটে মস্কো যখন ভূমধ্যসাগরে রণতরীর উপস্থিতি বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলে তার নৌশক্তিকে শানিত করছে তখন এ মন্তব্য শোনা গেল রুশ জেনারেলের মুখে।

ওই জেনারেল রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, “ভূমধ্যসাগরে আমাদের যেসব রণতরী রয়েছে সেগুলোই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। এমনকি দরকার হলে আজই সাবমেরিন বাহিনীসহ এইসব রণতরী সামরিক পরিস্থিতিকে প্রভাবিত করতে সক্ষম।”

 

 

তিনি আরো বলেছেন, আমরা হঠাত বা আকস্মিকভাবে কোনো বিশেষ দায়িত্ব পালনের দরকার হলে তা পালন করতে সক্ষম এবং নানা ঘটনার সম্ভাব্য ফলাফলের আলোকে রুশ নৌ-গ্রুপে পরিবর্তন আনা হচ্ছে।
ভূমধ্যসাগরের রাশিয়ার নৌবহরে শিগগিরই দুটি ডেস্ট্রয়ার যোগ দিচ্ছে বলে ইন্টারফ্যাক্স খবর দিয়েছে। এরইমধ্যে সাবমেরিন বিধ্বংসী একটি রুশ রণতরী ভূমধ্যসাগরে পৌঁছেছে।
এ ছাড়া, ক্ষেপণাস্ত্রবাহী রুশ রণতরী মস্কভাউত্তর আটলান্টিক সাগর থেকে ভূমধ্যসাগরের দিকে রওনা হয়েছে। কৃষ্ণসাগরীয় বহরের এই রণতরীটি ভূমধ্যসাগরে মোতায়েন রুশ রণতরীগুলোর নেতৃত্ব দেবে।
ভূমধ্যসাগরে আমেরিকার বেশ কিছু রণতরী রয়েছে এবং সিরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য হামলায় এইসব যুদ্ধ-জাহাজ ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।
সিরিয়ার তারতুস বন্দরে রয়েছে রাশিয়ার নৌ-ঘাঁটি।

লেখক সম্পর্কে

administrator

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.