টুকরো খবর

মিগ সরবরাহের সময়সীমা নিয়ে চলছে রুশ-সিরিয়া আলোচনা

নূর বার্তা সংস্থা : মিগ-২৯ এম/এম-২ অত্যাধুনিক জঙ্গিবিমান সরবরাহ এবং সংখ্যা নিয়ে রাশিয়া ও সিরিয়ার মধ্যে আলোচনা চলছে। এ ছাড়া, কতগুলো জঙ্গিবিমান কিনবে সিরিয়া তা নিয়েও আলোচনা হচ্ছে।

রুশ অস্ত্র রপ্তানিকারকদের একটি সূত্র জানিয়েছে- সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল এ মুহূর্তে মস্কো সফর করছে। তারা রাশিয়ার সরকারি অস্ত্র রপ্তানি প্রতিষ্ঠান রোজোবোরোন এক্সপোর্ট এবং জঙ্গিবিমান তৈরিকারক প্রতিষ্ঠান মিগ-এর সঙ্গে আলোচনায় অংশ নেবে।

তবে, এ সূত্র পরিষ্কার করে বলতে পারেনি যে, রাশিয়া থেকে সিরিয়া কতটা জঙ্গিবিমান কিনতে চায়। কেউ কেউ ধারণা করছেন, বিমানের সংখ্যা ২৪ হতে পারে।

২০০৭ সালে সিরিয়া-রাশিয়া জঙ্গিবিমান কেনার চুক্তি হয়েছিল কিন্তু তার চালান শেষ হয়নি। এখন চলতি বছরের মধ্যেই প্রথম চালান সিরিয়ায় চলে যাবে যদি কিনা অর্থকড়ি ও আলাপ আলোচনা সব ঠিক থাকে। সে সময় দামেস্ক এক ডজন মিগ নিতে চেয়েছিল। তবে, কেনাকাটা কখনই শেষ হয়নি।

নূর বার্তা সংস্থা : মিগ-২৯ এম/এম-২ অত্যাধুনিক জঙ্গিবিমান সরবরাহ এবং সংখ্যা নিয়ে রাশিয়া ও সিরিয়ার মধ্যে আলোচনা চলছে। এ ছাড়া, কতগুলো জঙ্গিবিমান কিনবে সিরিয়া তা নিয়েও আলোচনা হচ্ছে।

রুশ অস্ত্র রপ্তানিকারকদের একটি সূত্র জানিয়েছে- সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল এ মুহূর্তে মস্কো সফর করছে। তারা রাশিয়ার সরকারি অস্ত্র রপ্তানি প্রতিষ্ঠান রোজোবোরোন এক্সপোর্ট এবং জঙ্গিবিমান তৈরিকারক প্রতিষ্ঠান মিগ-এর সঙ্গে আলোচনায় অংশ নেবে।

তবে, এ সূত্র পরিষ্কার করে বলতে পারেনি যে, রাশিয়া থেকে সিরিয়া কতটা জঙ্গিবিমান কিনতে চায়। কেউ কেউ ধারণা করছেন, বিমানের সংখ্যা ২৪ হতে পারে।

২০০৭ সালে সিরিয়া-রাশিয়া জঙ্গিবিমান কেনার চুক্তি হয়েছিল কিন্তু তার চালান শেষ হয়নি। এখন চলতি বছরের মধ্যেই প্রথম চালান সিরিয়ায় চলে যাবে যদি কিনা অর্থকড়ি ও আলাপ আলোচনা সব ঠিক থাকে। সে সময় দামেস্ক এক ডজন মিগ নিতে চেয়েছিল। তবে, কেনাকাটা কখনই শেষ হয়নি।

 

এবার সবকিছু ঠিক থাকলে ছয়টি করে বিমান এক চালানে পাঠানো হবে। সূত্র জানিয়েছে, রাশিয়া সম্ভবত আরো ১২টি জঙ্গবিমান সিরিয়াকে দেয়ার কথা বলেছে। এসব বিমানের সমস্ত প্রযুক্তি রাশিয়ায় নিজের। (সূত্র : রেডিও তেহরান)

 

লেখক সম্পর্কে

administrator

মতামত জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.